
মোঃ জামাল হোসেনঃ পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুরে “সড়ক পরিবহন আইন-২০১৮” আইনটি আগামী ১লা জুলাই হতে সম্পূর্ন কার্যকরের লক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন যানবাহনের মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার জনাব এস. এম. আশরাফুজ্জামান।এ সময় পুলিশ সুপার বলেন রেজিস্ট্রেশন ও ফিটনেস বিহীন কোন যানবাহন রাস্তায় চালানো যাবেনা। নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবেনা এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী চালানো যাবেনা। সড়ক দূর্ঘটনা এড়াতে সকলকে সচেতন হতে হবে। এলোমেলো ভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করা যাবেনা এবং গনপরিবহনে প্রতিবন্ধী যাত্রীদের জন্যে সুযোগ সুবিধা রাখতে হবে। চালক বা কন্ডাক্টর কর্তৃক যাত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো যাবেনা। সকলেই সরকারী আইন মেনে চলুন, এবং সরকারী আইন বাস্তবায়নে পুলিশকে সহযোগিতা করুন। এছাড়াও শরীয়তপুরে ভাড়ায় চালিত যত অটো চালক ও মোটরসাইকেল চালক রয়েছেন তাঁদের সকলের আলাদা পোশাকের কথা বলেন পুলিশ সুপার।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম কোতয়াল, মেয়র, শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুর, জনাব তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরীয়তপুর, জনাব মোঃ জামাল হোসেন মীর, পুলিশ পরিদর্শক, যানবাহন শাখা, শরীয়তপুর, জনাব ফারুক আহমেদ তালুকদার, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শরীয়তপুর সদর, শরীয়তপুর ও সভাপতি, বাস মালিক সমিতি, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |