
শরীয়তপুরে আজ নতুন করে ৫৯ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।এতে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪৭২ জনে।এদিকে নতুন সুস্থ হয়েছেন ১৬ জন।নতুন আক্রান্ত রোগীরা হলেন,শরীয়তপুর সদর পৌরসভার ১৫ চিতলিয়া ইউনিয়নের ৪ রুদ্রকর ১ বিনোদনপুর ১ জাজিরা পৌরসভার ১ মূলনা ১ বড়কান্দী ১ বিলাশপুর ১ ভেদরগঞ্জ পৌরসভার ৩ ডামুড্যা পৌরসভার ৬ ধানকাটি ১ নড়িয়া ভোজেশ্বর ১ কেদারপুর ২ নড়িয়া পৌরসভার ১১ গোসাইরহাট ইদিলপুর ৯ গরীবের চর ১ জন সহ মোট আক্রান্ত ৫৯ জন।এদিকে জেলায় সন্দেহ ভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৫১৩০ টি এতে ফলাফল হাতে এসেছে মোট ৪৬০৫ টি।নতুন সুস্থ জাজিরা ৯ গোসাইরহাট ১ ডামুড্যা ৬ জন সহ জেলায় মোট সুস্থ ২১৭ জন।এবং এ পর্যন্ত মৃত্যু জেলায় মোট ৫ জন।বিষয় গুলো নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও ফোকাল পার্সন ডাঃ আব্দুর রশিদ।