
শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে রিয়াজ মাদবর (১৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে করিম মাস্টার বলেন, মন্টু বেপারী ও তার লোকজন আমার সমর্থকদের উপর এলোপাথারি গুলি করে। এতে রিয়াজ মাদবর নামে একজন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আরও ১০/১২ জন গুলিবিদ্ধ ও ২০ জন আহত হয়েছে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার বলেন, জাজিরা থানাধীন সেনেরচর বালিয়া কান্দী এলাকায় মন্টু বেপারী ও করিম মাস্টারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছে। নিহতের পরিবার এখনো অভিযোগ দায়ের করেনি। এখন কাউকে আটক করা যায়নি। হত্যাকারীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |