
নড়িয়া উপজেলা প্রতিনিধিঃমুজিববর্ষের আহবান ৩টি করে গাছ লাগান প্রতিপাদ্যে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দেশে নড়িয়া উপজেলার ডিঙ্গামনিক ইউনিয়নে বৃক্ষরোপন করা হয়।শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০ টার দিকে নড়িয়ার উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশে ৫ শতাধিক বৃক্ষরোপন করা হয়।বৃক্ষরোপন অনুষ্টানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারন সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজী মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শান্তু চৌধুরী, ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান শিকদার, যুগ্ম-সাধারন ও ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন সুমন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন,পানি সম্পদ উপমন্ত্রী নড়িয়া-সখীপুরের মাটি ও মানুষের নেতা এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দেশে ডিঙ্গামানিক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তার পাশে বৃক্ষরোপণ করি।