
শরীয়তপুরের নড়িয়া থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুসের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় ও নড়িয়া থানা মেইনরোড চত্বরে এলাকার ব্যবসায়ী,যুব সমাজ ও স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিনি ২০১৭ আগস্ট থেকে নড়িয়া থানায় যোগদানের পর থেকে এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ী ,চোরাকারবারি ডাকাত, সন্ত্রাসী নির্মূলে ব্যাপক সাহসিকতার সাথে ভূমিকা রাখেন। সারাদেশে পুলিশের রদবদলের কারণে ঢাকা ডিআইজি রেঞ্জ তাকে মুন্সিগঞ্জ জেলায় বদলির আদেশ করেন। এ ঘটনা জানাজানির পরে নড়িয়া উপজেলার সাধারণ মানুষ তার বদলি আদেশ বাতিল করার জন্য থানা ঘেরাও করেন ও মানববন্ধন কর্মসূচি করেন। মানববন্ধন শেষে শরীয়তপুর জেলা পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি,নড়িয়া থানা অফিসার ইনচার্জের হাতে তুলে দেন। নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন নড়িয়া থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে মাদক সন্ত্রাসী বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন । তিনি মানব বন্ধনে সকল কে আস্বাস দিয়ে বলেন এলাকার সাধারণ মানুষের দাবি শরীয়তপুর জেলা পুলিশ সুপার মহোদয় এবং ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান স্যার কে এ বিষয়ে অবহিত করা হবে।