
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ ও বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার সকাল ১১ টায় নড়িয়ার ঘড়িষার ইউনিয়ন পরিষদের পাঁচ শত গরীব অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন মোল্লা,ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব খান,ঘড়িষার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ লিয়াকত হোসেন মুন্সি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুনসুর মৃধা,ঘড়িষার ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আহসান হাবীব,এ ছাড়াও উপস্থিত ছিলেন ঘড়িষার ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।এ সময় চেয়ারম্যান আঃ রব খান বলেন,বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি কথা নয় কাজ করে দেখান,শীত আসার আগে থেকেই তিনি গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন,এ ছাড়াও নড়িয়া সখিপুরের প্রত্যেক গরীব অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।যাদের ঘর নেই ঘর দিচ্ছেন,আপনারা তার জন্য সবাই দোয়া করবেন যাতে করে তিনি এভাবেই আমাদের মাঝে উন্নয়নের মডেল হিসেবে বেঁচে থাকতে পারেন।