
শরীয়তপুরের নড়িয়া থানার এসআই রিপন নাগ,এসআই ইমরান হোসেন, এএসআই মোশারফ হোসেন , এএসআই বিশ্বজিৎ মন্ডল গত ১৩/১/২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানাধীন তেলিপাড়া সাকিনস্থ মাদক ব্যবসায়ী সোহেলের বাড়িতে ইয়াবা ট্যাবলেট মজুদ আছে সন্দেহে অভিযান চালায়। অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী সোহেল বেপারী (৩২) পিতা- কামাল বেপারী, গ্রাম- তেলিপাড়া, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুরকে আটক করে। আসামি সোহেল বেপারীর দেহ তল্লাশি করিয়া তার পরিহিত ট্রাউজারের ডান পকেট হইতে সাদা পলিথিনে মোড়ানো ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে হেফাজতে নেয়া হয়। ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার এবং সরবরাহ করার অপরাধে উল্লেখিত আসামীর বিরুদ্ধে নড়িয়া থানার মামলা নং- ০৯ তারিখ – ১৪.০১.২০২১ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।