
শরীয়তপুরে নতুন রেকর্ড,গত ৩৬ ঘন্টায় নতুন করে ৩৬ জনের দেহে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২১ জনে।এদিকে জানা গেছে গত ২৪ ঘন্টায় নড়িয়ার ঘড়িষার ইউনিয়নে মহামারী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মুজ্জামেল মুন্সি (৫৫) নামে একজন বৃদ্ধ শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে মৃত্যু হয়েছে।জানা গেছে তিনি ঢাকা থেকে এসেছিলেন।শরীয়তপুর করোনা কন্ট্রোল রুম থেকে জানা যায়,মুঠো ফোনে জানান,ঢাকা আইডিসিআর থেকে আসা রির্পোট দেখে একটু অবাক হয়েছি,কারন শরীয়তপুরে এর আগে একদিনে এতো আক্রান্ত আমরা পাইনি।গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত রয়েছে ৩১ জন।এদের মধ্যে সদরে ১৫, নড়িয়া ৩,ডামুড্যা ৪,গোসাইরহাট ৮, এবং ভেদরগঞ্জ উপজেলায় ১ জন সহ মোট ৩১ জন।তবে প্রথম থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।এ জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত রয়েছে সদরে ৩৭,জাজিরা ১৫,নড়িয়া ২০,ভেদরগঞ্জ ১২,গোসাইরহাট ১১,ডামুড্যা ২৬ জন।সুস্থ হয়েছে, সদরে ৮, জাজিরা ৬,নড়িয়া ১০,ভেদরগঞ্জ ২,গোসাইরহাট ০০,ডামুড্যা ২০,মৃত্যু,নড়িয়া ২,ডামুড্যা ১ জন।বিষয়গুলো নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ফোকাল পার্সন ডাঃ মোঃ আবদুর রশিদ।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |